ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

উপজেলায় মিছিল-সমাবেশ

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৯ পূর্বাহ্ণ

ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে শহরের পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলায় প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।
চকরিয়া প্রতিনিধি জানান, গানে-চিত্রে-অভিনয়ে তরুণরা এগিয়ে এসেছে ধর্ষণের প্রতিবাদ জানাতে। এমনই একটি প্রতিবাদী গান ‘ধর্ষিতার আর্তনাদ-১’, যেখানে স্পষ্ট হয়ে উঠেছে ধর্ষণ ও ধর্ষকের ভয়াবহ পরিণতির কথা। ‘ওহে পুরুষ, তুমি হয়েছো কি জ্ঞান শূন্য, মানুষ হয়েও বিবেক হারিয়ে হয়েছো যেন বন্য, ক্ষণিকের কামে লাজ হারিয়ে আজ হয়েছো তুমি ধর্ষক….।’ এমন শিক্ষণীয় গানের কথাগুলো রচনা করেছেন তরুণ সমাজকর্মী ও লেখক তানভির আহমেদ সিদ্দিকী তুহিন। আর গানের সুর ও কণ্ঠ দিয়েছেন মিরাক্কেল-৯ এর দ্বিতীয় রানারআপ কক্সবাজারের সন্তান কমর উদ্দিন আরমান।
সাতকানিয়ায় শঙ্খতরীর মৌন মানববন্ধন : সারাদেশের সব ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘শঙ্খতরী’। গত শুক্রবার সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালন করেছে কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠনটি। মৌন মানববন্ধন শেষে খাগরিয়া ইউনিয়ন পরিষদের সামনে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শঙ্খতরীর সভাপতি মো. ইব্রাহীম, সেক্রেটারি রিয়াজুল ইসলাম কপিল, নির্বাহী কমিটির সদস্যগণসহ সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এদিকে সীতাকুণ্ড প্রতিনিধি জানান, জাতীয় শিশু কিশোর সংগঠন মেঘমল্লার খেলাঘর আসরের আয়োজনে সারাদেশে শিশু, নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ধর্ষকদের ফাঁসির দাবিতে এক প্রতিবাদী আলোর মিছিল অনুষ্ঠিত হয়। এতে শতাধিক শিশু কিশোর অভিভাবক মশাল হতে মিছিলে অংশগ্রহণ করে। গত শুক্রবার সন্ধ্যায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে মশাল জ্বালিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহেদী। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তপন মজুমদার, জাহেদুল ইসলাম চৌধুরী, অমর শীল, সাধারণ সম্পাদক সুজিত পাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু