ধর্মের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিবাদ সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে

ছনহরায় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে হুইপ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৬ মার্চ, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে কিছু ব্যক্তি সমাজে বিবাদ সৃষ্টি করছে। ওয়াজ মাহফিল ও ধর্মীয় কর্মকাণ্ডে ওরা ধর্মকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে ফায়দা লুটছে। এসব অপব্যাখ্যাকারীদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা সরকার সারাদেশের উন্নয়নের পাশাপাশি গ্রামকে শহরে উন্নীত করতে বদ্ধ পরিকর। সে লক্ষ্য নিয়ে পটিয়ার প্রতিটি গ্রামাঞ্চল ব্যাপক উন্নয়নের মাধ্যমে শহরে পরিণত হচ্ছে।

গত বৃহস্পতিবার রাতে পটিয়া উপজেলার ছনহরা হযরত চিকন খলিফা সিদ্দিক আহমদ আলিম মাদ্রাসার ৩১তম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে মাদ্রাসা মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক নুর মোহাম্মদ, রাশেদুল আলম খোরশেদ, মোহাম্মদ শামসুল আলম, অধ্যাপক শফিউর রহমান, দিদারুল ইসলাম, আব্দুর রশিদ সিকদার, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইউনুস, ওসমান আলমদার, কাজী হাফেজ আহমদ আলকাদেরী। মাস্টার হারুনুর রশিদের পরিচালনায় এতে প্রধান ওয়ায়েজ ছিলেন আল্লামা মোহাম্মদ জিয়াউল হক আসনারী, বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা মোহাম্মদ শিহাব উদ্দিন, মাওলানা শরীফ উল্লাহ আশেকী, হাফেজ মাওলানা মোহাম্মদ মুহিব্বুর রহমান, মাওলানা ইউসুফ জিলানী। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন, শিমুল চক্রবর্তী, নাঈম উদ্দিন রিপন, শহীদুল ইসলাম শহীদ, জিয়াউল হক রুবেল, আবদুল হান্নান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকসবায় দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আহত ১০
পরবর্তী নিবন্ধহুজি অপারেশন শাখার প্রধানসহ গ্রেপ্তার ৩ সদস্য রিমান্ডে