ধর্মীয় ভক্তিগীতি ‘দয়াময়’ নিয়ে এলেন শিমুল শীল

আজাদী ডেস্ক | শনিবার , ১৫ অক্টোবর, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামতো বটেই সারাদেশের জনপ্রিয় শিল্পী শিমুল শীল। চট্টগ্রামের এই সংগীত সাধক ভান্ডারী গান এবং মরমী গান নিয়ে স্রোতাদের মণিকোঠায় স্থান করে নিয়েছে। বিশেষ করে মোহছেন আউলিয়াকে নিয়ে তার গাওয়া গানগুলো তাকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়। শিমুল শীল গেয়েছেন অসংখ্য গান। বিশেষ করে সুরের মাদকতা হৃদয় গ্রাস করে যে কারোই। প্রায় শতাধিক ক্যাসেট এবং সিডি বের করা শিমুল শীল গেয়েছেন কয়েক হাজার গান। এর মধ্যে বেশ কিছু ধর্মীয় গানের ক্যাসেট এবং সিডিও বের করেছেন। আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাবা লোকনাথ, রাম ঠাকুরের জয়, প্রাণের ঠাকুর অনুকুল, ফকির বাবাজি, জয় বাবা গুরুদাশ অন্যতম। এবার শিমুল শীল তার গাওয়া সবগুলো ধর্মীয় গানকে নিয়ে এসেছেন এক জায়গায়। প্রকাশ করেছেন দয়াময় নামে একটি গ্রন্থ। যেখানে তার গাওয়া অনেকগুলো গান স্থান পেয়েছে। প্রায় ৮০টির মত গান রয়েছে এই বইটিতে। শিল্পী শিমুল শীল জানান তিনি চেষ্টা করছেন তার গাওয়া গানগুলোকে এক জায়গায় সংরক্ষণ করতে। যাতে স্রোতারা সহজেই এই গানগুলো সংরক্ষণ করতে পারেন। বেতার, টেলিভিশন, মঞ্চসহ সর্বত্র গান গেয়ে যাওয়া শিমুল শীল জানান, তিনি আরো একটি বই বের করতে যাচ্ছেন, যেখানে আরো বেশি গান স্থান পাবে। স্রোতারা নানাভাবে এখন গান শুনছেন। কিন্তু গানের রিরিকটা যদি তাদের সাথে থাকে তাহলে হয়তো গানটা হৃদয়ঙ্গম করতে তাদের সহজ হবে। তাই এই বইয়ে সংরক্ষিত গানগুলো রচনা করেছেন দেশের সেরা সব গীতিকাররা। সুরও করেছেন অনেক স্বনামধন্য সুরকাররা। তার নিজের সুর করা অনেক গানও রয়েছে এই গ্রন্থে। কবিয়াল রমেশ শীল, আবদুল গফুর হালি, সৈয়দ মহিউদ্দিন, রাধা রমন দত্ত, ঠাকুর অনুকূল চন্দ্রসহ বিখ্যাত সব মনীষীর কথা থেকে গান রচনা করা হয়েছে। সেগুলো স্রোতাদের কাছে পৌঁছে দিতেই শিমুল শীলের এই প্রয়াস বলে জানিয়েছেন তিনি।
খড়ি মাটি প্রকাশন থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে নগরীর বিভিন্ন লাইব্রেরিতে। এই বইটি যারা গান করেন তাদের জন্যও সহায়ক ভূমিকা পালন করবেন বলে মনে করছেন শিল্পী। এ প্রজন্মের অনেক শিল্পীদের কাছে হয়তো এই গানগুলো নেই। তারাও এই বই থেকে গান গুলো চর্চা করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধশান্তি প্রতিষ্ঠাই সকল ধর্মের মূল উদ্দেশ্য
পরবর্তী নিবন্ধঅনুমতি মিলল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে