ধর্মানুশীলন মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়

জেএমসেন হলে এমপি মোতাহের

| রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ধর্ম মানুষকে আদর্শিক করে। মানুষের মধ্যে সহিষ্ণুতা, সমপ্রীতি ও মানবতাবোধের জন্ম দেয়। ধর্মানুশীলন মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়। একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে জাতিধর্মবর্ণ নির্বিশেষে আমরা এদেশ স্বাধীন করেছিলাম। আমাদের স্বপ্ন ছিলো জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ অসামপ্রদায়িক দেশ প্রতিষ্ঠা। তিনি বলেন,বাগীশিপ ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রচার ও প্রসারে যে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি গত বৃহস্পতিবার জেএমসেন হলে বাগীশিপর প্রথম বর্ষপূর্তিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

বাগীশিপের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক শিপুল কুমার দের সভাপতিত্বে এবং হৈমন্তী শুক্লা রক্ষিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রিমন কান্তি মুহুরী।

প্রধান আলোচক ছিলেন বাগীশিপকেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শ্যামল কুমার পালিত। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য মোজাহেরুল আলম চৌধুরী, পূজা উদযাপন পরিষদ জেলা সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, অসীম কুমার দেব, গৌর চন্দ্র বর্মন ।

বক্তব্য রাখেন কাঞ্চন মহাজন, রাজশ্রী মজুমদার চৌধুরী, সুভাষ সরকার, মাধব চন্দ্র দাস, সুপায়ন সুশীল, রূপক শীল, রাজীব চক্রবর্তী, বিশুরাম বসু সাটু, অধ্যাপক বাবুল কান্তি দেব, মাস্টার রণজিত কুমার দাশ, অশ্রু চৌধুরী, বনানী মজুমদার, সেবক পাল, পরিমল কুমার দে, চন্দন কুমার মজুমদার, উজ্জ্বল শুক্ল দাশ, মিন্টু দাশ, কাজল চৌধুরী, সঞ্জয় ঘোষ, ডা. রাসেল নন্দী, মিল্টন বিকাশ দাশ, অজিত কুমার দে, প্রদীপ সুশীল, রুবেল দাশ, তৃষা আচার্য, জ্যোতিষ জয়ন্ত আচার্য, সৌরভ ভট্টাচার্য, দেবী রুদ্র, ওসমিতা দে, প্রিয়াস কুমার দাশ, শিমূল আচার্য, কাজল দেবনাথ, কানাই দাস, ঝুলন দে, ইঞ্জিনিয়ার লিখন কান্তি দাশ, দেবাশীষ দাশ, সুজন আচার্য, অজিত কুমার নাথ। দিনব্যাপী কর্মসূচিতে ছিলো স্বর্ণপদক গীতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা নির্বাচনের সময় আ. লীগের সম্মেলন ও কমিটি গঠন বন্ধ থাকবে
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ৭৯৫ জন জেলে পেল সরকার নিবন্ধিত আইডি কার্ড