কর্ণফুলীতে ৭৯৫ জন জেলে পেল সরকার নিবন্ধিত আইডি কার্ড

পটিয়া প্রতিনিধি | রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে সরকার নিবন্ধিত আইডি কার্ড পেল ৭৯৫ জন জেলে। এর মধ্যে উপজেলার বড়উঠান ইউনিয়নে ১৭৪ জন, শিকলবাহা ইউনিয়নে ১৩৮ জন, জুলধা ইউনিয়নে ২৪১ জন, চরপাথরঘাটা ইউনিয়নে ১৪৬ জন ও চরলক্ষ্যা ইউনিয়নে ৯৬ জন জেলে সরকারি নিবন্ধনের আওতায় আসলো। গত শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন নিবন্ধিত জেলেদের মাঝে আইডি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা জান্নাতের সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নতুন করে ৭৯৫ টি জেলের আইডি কার্ড পাওয়া গেছে। গতকাল শনিবার জুলধা ইউনিয়নের জেলেদের মাঝে এ আইডি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব ইউনিয়নের কার্ডগুলো জেলেদের মাঝে বিতরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধধর্মানুশীলন মানুষকে সত্য ও ন্যায়ের পথ দেখায়
পরবর্তী নিবন্ধআরব আমিরাতে পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’