দ. আফ্রিকার মন্ত্রী ড. নালেদি পান্দরের সাথে সোলায়মান শেঠের মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. নালেদি পান্দরের সাথে মতবিনিময় করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল জেনারেল সোলায়মান আলম শেঠ।
গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সোলায়মান শেঠ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। ২১ তম আইওআরএ কাউন্সিল অফ মিনিস্টার্স (কম) এবং সংশ্লিষ্ট সভায় যোগ দিতে বাংলাদেশে এসেছেন আফ্রিকার এই মন্ত্রী। এসময় বিমানবন্দরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক অনিল সুকলাল, নয়াদিল্লিতে কর্মরত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার মি. সিবুসিসো এনদেবেলে, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের পরিচালক মি. বেন জুবার্ট, অর্থনৈতিক কূটনীতির পরিচালক মাসরুর মাওলা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোগীদের সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধইছামতি এয়াকুব মরিয়ম বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন