দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি

উত্তর জেলা বিএনপির স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৩৭ পূর্বাহ্ণ

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উত্তর জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে গত ২২ মার্চ কোর্ট বিল্ডিংয়ে জেলা প্রশাসক বরাবরে উত্তর জেলা বিএনপির উদ্যোগে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে এবং দেশে নীরব দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে। নেতৃবৃন্দ অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, মাহবুব সাফা,কাজী সালাউদ্দিন, আনোয়ার হোসেন, আবু জাফর চৌধুরী, ডা. রফিকুল আলম চৌধূরী, মুরাদ চৌধুরী, রহমত উল্লাহ, আব্দুল বাতেন, মো. হারুন, মীর্জা রাশেদ, মো. দৌলত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজি-২০ থেকে রাশিয়াকে বাদ দেওয়ার ইচ্ছা পশ্চিমাদের
পরবর্তী নিবন্ধউত্তর জেলা তাঁতী লীগের আলোচনা সভা