দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে সমাবেশ

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

সিপিবি চট্টগ্রাম জেলা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার সভা গতকাল শুক্রবার সকালে হাজারী গলিতে অবস্থিত পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি কমরেড অশোক সাহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো. শাহ আলম ও সদস্য কমরেড দিবালোক সিংহ।
সিপিবি সভাপতি কমরেড মো. শাহ আলম বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতি খুবই নাজুক। লুটপাটতন্ত্র, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। কর্তৃত্ববাদী জীবন ব্যবস্থার যাঁতাকলে মানুষ পিষ্ট। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ লক্ষ্যই করা যাচ্ছে না। সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের জীবনধারণ কষ্টসাধ্য হয়ে পড়ছে। গণতন্ত্রের সকল কাঠামো বর্তমান আওয়ামী লীগ সরকার ভেঙ্গে দিয়েছে।

ইপিজেডে শ্রমিক সমাবেশ : গার্মেন্টসহ সকল সেক্টরে জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, তেল-ডালসহ খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, শ্রমিকদের ন্যায্যমূল্যে রেশন প্রদানের দাবিতে গতকাল শুক্রবার গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ইপিজেড গেটে শ্রমিক সমাবেশ করেছে। গার্মেন্টস শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলার সংগঠক জাহেদুন্নবী কনকের সভাপতিত্বে ও শেফাতুল ইসলাম সুমনের পরিচালনায় গতকাল অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন জেলা আহবায়ক শফি উদ্দিন কবির আবিদ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংগঠক মং মার্মা, নাসিরউদ্দিন।
জাসদের মানববন্ধন : দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীর ইপিজেড চত্বরে বন্দর, ইপিজেড ও পতেংগা থানা জাসদের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বন্দর থানা জাসদের সভাপতি মফিজর রহমান।
সঞ্চালনা করেন ইপিজেড থানা জাসদের সাধারণ সম্পাদক আবু হাছান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য আহম্মদ শরীফ, কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসাইন, মোহাম্মদ হোসাইন, শ্রমিক জোট জেলা সভাপতি বোধিপাল বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনালাপাড়া দরবারে জিলানীতে মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ