দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ

রেলিগেশনের শেষ ম্যাচে জিতেছে ইয়ং স্টার ব্লুজ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৮:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের রেলিগেশন পর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে ইয়ং স্টার ব্লুজ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইয়ং স্টার ব্লুজ প্যারাবোলা পদ্ধতিতে ১০ রানে পরাজিত করে কোয়ালিটি ব্লুজকে। টসে জিতে ব্যাট করতে নামা কোয়ালিটি ব্লুজ ৩৮.৪ ওভারে ১২০ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ বলে ৪২ রান করেন নাজমুল। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে আজিজ ১৩, মশিউর ১২ এবং সায়েম ১৩। সাতজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পারেনি। ইয়ং স্টার ব্লুজের পক্ষে ১৬ রানে ৫ উইকেট নেন সুমন মিয়া। এছাড়া ৪টি উইকেট নিয়েছেন ফরহাদ হোসেন। বৃষ্টির কারনে ইয়ং স্টার ব্লুজের জন্য লক্ষ্য নির্ধারিত হয় ২৮ ওভারে ৮৭ রান। জবাবে ব্যাট করতে নামা ইয়ং স্টার ব্লুজ ২০ ওভারে ৭ উইকেটে ৭৭ রান করলে বৃষ্টির কারনে খেলা বন্ধ হয়ে যায়। ফলে প্যারাবোলা পদ্ধতিতে ১০ রানের জয় পায় ইয়ং স্টার ব্লুজ। দলের পক্ষে তাফসিদুল ১৬, ফাবিয়ান ১১, বিপন ১০ এবং রাহিদুল করেন ১৪ রান। কোয়ালিটি ব্লুজের পক্ষে একটি করে উইকেট নিয়েছে কামরুল, ইমতিয়াজ, সায়েম এবং নাঈম। এরই মধ্যে দ্বিতীয় বিভাগ লিগ থেকে তৃতীয় বিভাগে নেমে গেছে মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাব এবং ওপিএ। এদিকে আজ শেষ হচ্ছে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ। আজ শেষ দিনে সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ন এক ম্যাচে মুখোমুখি হবে বার্ডস স্পোর্টিং ক্লাব এবং পাথরঘাটা দুর্বার ক্রীড়া ও সাংস্কৃতিক সংসদ। এই দু দলের মধ্যকার ম্যাচটি এখন পরিনত হয়েছে ফাইনালে। এই ম্যাচে যে দল জিতবে তারাই হবে এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন। তারা পরের বছরে প্রথম বিভাগ লিগে খেলবে। তবে বৃষ্টির কারনে যদি খেলা পরিত্যক্ত হয় সেক্ষেত্রে কপাল খুলে যাবে বার্ডস স্পোর্টিং ক্লাবের। কারন তারা দুর্বারের চাইতে দুই পয়েন্টে এগিয়ে রয়েছে। তাই চ্যাম্পিয়ন হতে হলে দুর্বারকে জিততেই হবে। আর বার্ডস স্পোর্টিং ক্লাব এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। দু দলই রয়েছে শিরোপা জয়ের জণ্য মুখিয়ে। এখণ দেখার বিষয় কারাই হাসে শেষ হাসি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চাম্বল ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধটাইটান দুর্ঘটনা নিয়ে যা বললেন ‘টাইটানিক’ পরিচালক ক্যামেরন