দোহাজারি স্টেশনে ট্রাফিক আইনের প্রয়োগ চাই

| শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রাম জেলার অন্তরগত চন্দনাইশ উপজেলার দোহাজারি পৌরসভা স্টেশন হল অনেক পুরোনো বড় একটি স্টেশন। সম্প্রতি নতুন করে দোহাজারি সাঙ্গু ব্রীজ প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সড়কটি দুই পাশে বৃদ্ধি করা হয়েছে যেন যানযটের সমস্যা থেকে মানুষ পরিত্রাণ পায়। কিন্তু, সড়ক সংস্কারে মানুষ উপকৃত হলেও পরিত্রাণ পায়নি দুর্ঘটনার হাত থেকে। সম্প্রতি দোহাজারি স্টেশনের প্রাণ কেন্দ্রে রিকশার সাথে ইউনিক বাসের সংঘর্ষে মারাত্মক একটি দুর্ঘটনার জন্ম হয়। উক্ত ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হন। প্রশ্ন হচ্ছে, এত বড় সড়ক হওয়া সত্বেও কেন কমছে না নিত্যদিনের দুর্ঘটনা? এর কারণ হল যথাযথ ট্রাফিক আইনের কঠোরতা প্রয়োগের অভাবজনিত ফল এবং চালকদের বেপরোয়া ড্রাইভিং। দেখা যায় যে, মটরচালিত রিকশাগুলো শৃঙ্খলা না মেনে যেখানেসেখানে রিক্সা দাঁড় করান এবং প্রধান স্টেশন হওয়া সত্বেও যানবাহন চালকরা মেনে চলছে না জেব্রা ক্রসিং ও ট্রাফিক বিভাগের নিয়মবিধি। ফলে নিত্য নতুন দুর্ঘটনার সূচনা হয়। অতএব, দুর্ঘটনা এড়াতে কঠোর আইনের প্রয়োগে ট্রাফিক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আবদুর রশীদ

সাতকানিয়া, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকিশোর কুমার : স্বতন্ত্র শৈলীতে অনন্য গায়ক
পরবর্তী নিবন্ধএবার জমবে মেলা