দেশ কঠিন সময় অতিক্রম করছে : সুফিয়ান

দোহাজারী পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত

| মঙ্গলবার , ২৫ মে, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

জাতীয়তাবাদী দল দোহাজারী পৌরসভা শাখা নতুন কমিটি হস্তান্তর উপলক্ষে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দেশ-জাতি কঠিন একটি সময় অতিক্রম করছে। দেশের রাজনীতি, অর্থনীতি গভীর সংকটে উপনীত। শত জেল-জুলুম নির্যাতন অত্যাচার গুম খুন করে দলের অগ্রযাত্রা ব্যাহত করতে পারেনি। আজ পর্যন্ত দলের একটি কর্মী দল ছেড়ে অন্য কোথাও যায়নি। এ অবস্থায় নতুন আহ্বায়ক কমিটি দেশের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী দিনে দলের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে নতুন আহ্বায়ক কমিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করি। মনে রাখবেন, এই কমিটি শেষ কমিটি নয়, অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দলের যোগ্য ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে অচিরেই পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে হবে। কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তার জবাবদিহি করতে হবে। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খান বলেন, জনগণের মৌলিক অধিকার পদে পদে ভূলুণ্ঠিত। বিশেষ অতিথি ছিলেন, এম এ হাশেম রাজু, আবু মোহাম্মদ হোসেন চৌধুরী, মো. আফিল উদ্দিন আহমেদ, নওশা মিয়া। বক্তব্য দেন, নবনির্বাচিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, আবদুল মোমেন, মোহাম্মদ জাহেদুল ইসলাম, মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা আবদুল মান্নান প্রমুখ। কর্মীসভা শেষে ৩৫ সদস্য বিশিষ্ট দোহাজারী পৌরসভা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গতকাল সোমবার দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ অন্যান্য নেতৃবৃন্দ হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণে আমৃত্যু কাজ করেছেন ওয়াহিদুল আলম
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ইন্টারন্যাশনাল ভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা