দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি

ফটিকছড়িতে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি সনি

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ৫ এপ্রিল, ২০২৪ at ৬:৫৪ পূর্বাহ্ণ

দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় শিক্ষকদের ভূমিকা জরুরি বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি এমপি। গতকাল বৃহস্পতিবার ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে নবনির্বাচিত এমপি সনিকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মান্নান ও রিটন দের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেনখাদিজাতুল আনোয়ার সনি এমপি। বিশেষ অতিথি ছিলেনফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী, উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য বখতিয়ার সাঈদ ইরান, ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক কল্যাণ পরিষদেরর সভাপতি রতন চৌধুরী, মাওলানা কাজী মাহাতাব, মাওলানা আবুল কালাম আজাদ, কল্যাণ কান্তি বড়ুয়া, দীপ্তি রাণী পাল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মাছ ধরার জাল ও নৌকা জব্দ