দেশে এক সপ্তাহে শনাক্ত রোগী কমেছে ৫১%

| মঙ্গলবার , ৮ মার্চ, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে শনাক্ত রোগী আগের সপ্তাহের তুলনায় ৫১ শতাংশ কমে এসেছে, এই সময়ে মৃত্যু কমেছে ২৩ শতাংশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ হাজার নমুনা পরীক্ষা করে ৪৩৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৪ জনের। খবর বিডিনিউজের।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জন। তাদের মধ্যে ২৯ হাজার ৮৯ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৩ হাজার ৫৪৬ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে উঠলেন।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক সপ্তাহে কোভিড শনাক্ত হয়েছে ৪ হাজার ৫৮৬ জনের। এর আগে সপ্তাহে এই সংখ্যা ছিল ৯ হাজার ৩৮৯ জন। অর্থাৎ এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৫১ দশমিক ২ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধহালদা রিসোর্স সেন্টারের নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধশান্তির জন্য মুরাদের পদযাত্রা