দেশের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষকে বাঁচার সুযোগ দিন

| বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৫:৪৮ পূর্বাহ্ণ

গত কয়েক বছরের করোনা মোকাবিলায় সবচেয়ে বেশি নাজেহাল হয়েছে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ। তাদের কেউ চাকরি হারিয়েছে কেউ বা সহায় সম্বল, করোনার ধাক্কা সামাল দেওয়ার আগেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আন্তর্জাতিক বাজার অস্থির করে তুলে। এই যুদ্ধকে কেন্দ্র করেই দেশের বাজারেও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী হয়ে উঠে। এমতাবস্থায় হটাৎ করেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা যেন আমাদের কাটা ঘায়ে লবণের ছিটার মত। স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের সাথে সাধারণ মানুষের জীবনযাত্রার মান জড়িত, নিত্যপণ্যের দাম ও গাড়ি ভাড়াসহ সার্বিক সবকিছুর দাম তখন বাড়িয়ে ফেলে ব্যবসায়ীরা। কিন্তু বাড়ে না সাধারণ পেশাজীবী মানুষের উপার্জন। ভাবা হয় না তাদের কথা, আর যখন বিশ্ব বাজারে তেলের দাম কমে তখন দেশের বাজারে দাম কমার নজির নেই আমাদের দেশে। এটা এক প্রকার অর্থনৈতিক জুলুম। বর্তমানে আমাদের মত সাধারণ মানুষের হৃদয়ে কষ্টের রক্তক্ষরণ বয়ে চলছে আগামী দিনে কথা ভেবে।
আমাদের অবজ্ঞা না করে সমন্বয় করা হোক আমাদের উপার্জন এবং মানুষ হিসেবে বাঁচার সুযোগ করে দিয়ে মধ্যবিত্ত মানুষের জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবী রাখছি নীতিনির্ধারক মহলের কাছে।

আলমগীর হোসাইন
সিটি গেইট
কর্নেল হাট, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশামসুর রাহমান : প্রেম ও মানবতার কবি
পরবর্তী নিবন্ধসড়ক পারাপারে পথচারীদের অসচেতনতা