দেশকে এগিয়ে নিতে সমন্বিতভাবে কাজ করতে হবে : হাকিম আলী

| সোমবার , ২২ মে, ২০২৩ at ৮:২০ পূর্বাহ্ণ

ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মো. হাকিম আলী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এ স্মার্ট দেশ গড়তে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই। তাই সামনের দিনে আমাদের প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলায় গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, শুধুমাত্র ব্যক্তিস্বার্থ না দেখে দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গত শনিবার গণমাধ্যম গাড়ি চালক কল্যাণ সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতি মো. দিদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর নুর আহমদ সড়কের স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে সংগঠনের কার্যালয়ে সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক শফিক আহমেদ সাজীব, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন। জয় চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হাকিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাজপুত্রের যুগ
পরবর্তী নিবন্ধরামগড়ে পাহাড় কাটার সময় স্কেভেটর চালকের মৃত্যু