দেনমোহর বরের সামর্থ অনুযায়ী হওয়া চাই

| শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২০ পূর্বাহ্ণ

ইসলামি শরিয়া আইনে দেনমোহর হলো একটি অলঙ্ঘনীয় বিধি। যে বিধি লঙ্ঘন করলে মুসলিম সমাজের একজন নর ও নারীর বিবাহ সুসম্পন্ন হয় না। বলা যেতেই পারে দেনমোহর হলো মুসলিম সমাজে বিবাহের এমন একটি অংশ, যে অংশকে কোনো ভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এক কথায় শরিয়া মোতাবেক বিবাহ আইনের অতি গুরুত্বপূর্ণ বিষয় হলো দেনমোহর। এটি একজন স্ত্রীর হক। ধার্য করা দেনমোহর একজন স্বামীকে পরিশোধ করা আবশ্যকীয়। তবে বর্তমান ইসলাম ধর্মাবলম্বীদের মাঝে এই বিষয় নিয়ে বেশ অসুস্থ প্রতিযোগিতা করতে দেখা যায়। সমাজে নিজেদের স্ট্যাটাস বাড়াতে কিংবা কনের নিরাপত্তার নাম করে এক প্রকার জবরদস্তি ভাবে দেনমোহরের পরিমাণ আকাশচুম্বী ধরা হয়। এই নিয়ে বর পক্ষ এবং কনে পক্ষের মাঝে বেশ জটিলতা তৈরি হয়। এমন অসুস্থ প্রতিযোগিতার বিরুদ্ধে সচেতন থাকা। ইসলামের বিধানগুলো কে মনে প্রাণে ধারণ করা পালন করা অপরিহার্য। প্রত্যেক মসজিদগুলোর ইমাম সাহেবের উচিত, অতিরিক্ত দেনমোহর ধার্য করার যে ট্রেন্ডিং চালু হয়েছে সমাজে, সে ব্যাপারে মুসল্লিদেরকে কোরআন এবং হাদিসের আলোকে নসিহত করা এবং সোচ্চার করা।

সাদিক ইবনে কাদের

শিক্ষার্থী,

চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকামরুল হাসান : বাংলাদেশের জাতীয় পতাকার নকশাকার
পরবর্তী নিবন্ধমানবতার কল্যাণে শীতবস্ত্র বিতরণ