মানবতার কল্যাণে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ ওয়াহিদ মিরাজ | শুক্রবার , ২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:২২ পূর্বাহ্ণ

প্রত্যেক ধর্মগ্রন্থেই সামর্থবানদের অর্থে অসহায়দের অংশ থাকার কথা উল্লেখ রয়েছে। তাই সৃষ্টিকর্তার আদেশ পুরোপুরি পালন করা আমাদের অবশ্যই কর্তব্য। আমার মনে হয় কয়েকটি মানবিক কাজের মধ্যে অন্যতম হলো সমাজের অসহায়গরীব শীতার্ত মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা। কারণ একদিকে শীত সহ্য করে থাকা অনেক কষ্টকর অন্যদিকে এ থেকে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগের উৎপত্তি হয়। কনকনে ঠান্ডা বাতাসের ধরন দেখেই বলা যায় যে, আমাদের দেশের উত্তরবঙ্গের তুলনায় অনেকাংশে কম হলেও চট্টগ্রামেও খুব সহসায় বর্তমানের তুলনায় ঠান্ডা আরো বৃদ্ধি পাবে। প্রতি বছরেই আমাদের দেশে ব্যক্তি পর্যায়ের পাশাপাশি গরীব শীতার্ত মানুষদের মাঝে সরকারিবেসরকারিস্বেচ্ছাসেবী সংগঠনসমূহের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়, যা অত্যন্ত মহৎ কর্ম হিসেবে সর্বত্র বিবেচিত। সচেতন সংগঠন বা দানবীর ব্যক্তিগণ কর্তৃক ইতোমধ্যে আন্তরিকতার সঙ্গে এমন ভালো কাজ সম্পন্ন করা হলেও অনেকেই ‘দিব, দিচ্ছি’ করে করে শীতকাল প্রায় ‘যায় যায়’ অবস্থাও শীতবস্ত্র বিতরণ করেন। একথা নির্দ্বিধায় বলা যায় যে, পুরোপুরি শীত আসার আগেই এমন অসহায় মানুষের পাশে বস্ত্র বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে তারা আরো বেশি উপকৃত হবে তথা শীতের প্রকোপ থেকে আরো বেশি রক্ষা পাবে। চক্ষুলজ্জার কারণে জনসম্মুখে লাইন ধরে এসব বস্ত্র বা অনুদান গ্রহণ করা হতে মধ্যবিত্ত শ্রেণির ব্যক্তিগণ বিরত থাকায় তাদেরকে শীতের যন্ত্রণা থেকে বাঁচার জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করতেই হয়। আমার মনে হয় প্রকৃত দানবীর ব্যক্তিগণ কর্তৃক সর্বাগ্রে এমন আত্মসম্মানবোধ সম্পন্ন মানুষদের মাঝে গোপনে সহায়তার হাত প্রসারিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এদের কষ্ট অনেকটা লাঘব হবে, বস্ত্র বিতরণের উদ্যোগ সার্থক হবে। আবার ফুটপাতে বসবাসকারী অনেককে এমন দানের কাপড় বিক্রয় করতেও দেখা যায়। আমাদের পুরোপুরি সচেতনতাই সমাজের অসহায় মানুষদের মাঝে অনুদান বিতরণের উদ্যোগ সফল করবে। তাই সতর্কতার সঙ্গে বিতরণের কাজ করা হলে প্রকৃত অসহায়গণ লাভবান হবে। এদের কষ্ট দেখে আর্থিকভাবে অক্ষম অনেক মহৎ ব্যক্তিত্বকে নিজের কাপড় বিতরণ করতে দেখে গর্ববোধ হওয়ার পরক্ষণে কাপড় বিতরণের নামে চাঁদা বা অনুদান তুলে তা থেকে কিছু হাতিয়ে নেয়ার মতো ভুঁইফোড় সংগঠন বা লোভী ব্যক্তিদের অস্তিত্ব দেখে দুঃখে মনে হয় এরা মানুষ নামের কলঙ্ক। বিভিন্ন সংগঠন হতে কাপড় বিতরণের দায়িত্বপ্রাপ্ত অসৎ প্রকৃতির ব্যক্তি কর্তৃক এ খাত হতে বিভিন্ন ভাবে অর্থ বা বস্ত্র আত্মসাতের খবর বিভিন্ন প্রিন্ট মিডিয়ার কল্যাণে মাঝে মধ্যে আমাদের নজরে আসে, যা অত্যন্ত ঘৃণিত কর্ম হিসেবে বিবেচিত এবং এর শাস্তি অবধারিত।

পূর্ববর্তী নিবন্ধদেনমোহর বরের সামর্থ অনুযায়ী হওয়া চাই
পরবর্তী নিবন্ধজিনিয়াস অব দি পিপল