দৃষ্টির যুক্তিতর্কে তারুণ্য আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

| রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মহান স্বাধীনতা দিবসে দৃষ্টি চট্টগ্রামের আয়োজন ‘যুক্তিতর্কে তারুণ্য’ শিরোনামে আন্ত:ক্লাব বিতর্ক ও বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন গতকাল শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাংবাদিক রফিকুল বাহার।

অতিথি ছিলেন ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ও সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন, প্রতিযোগিতার আহ্বায়ক মুন্না মজুমদার। বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি বনকুসুম বডুয়া নুপুর, সহ সভাপতি সাবের শাহ ও যুগ্ম সম্পাদক কাজী আরফাত। প্রতিযোগিতায় চট্টগ্রামের ১২টি ক্লাবের বিতর্ক দল অংশগ্রহণ করছে। একই সাথে চট্টগ্রামের ১৬টি স্কুলের ১০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১ম ও ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৩০ মার্চ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে যুবলীগ নেতা এলিটের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু