সাঁতার কাটার কথা ছিলো
দূর থেকে বহু দূরে চলে গেলে।
সমুদ্রে জোয়ার ভাটা থেমে গেল-
চর পরা মরুভূমি হল।
তোমার জোয়ার ভাটার জলে
এক কালো জলদস্যু ভাসল।
মরুভূমিতে এবার ডুবো সাঁতার
কেটে ভাসবে বল?
জলদস্যু এখনও তোমার মাঠে খেলে
সাঁতার কাটার কথা বলে
দূর থেকে দূরে চলে গেলে।