দূরপাল্লার বাস চলাচল চালু করা হোক

| সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সংক্রমণ এড়ানোর জন্য জরুরি পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন বন্ধ করে দেওয়া হয়। পরে যানবাহন চলাচলে কিছুটা শৈথিল্য আনলেও এখনো দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রাপথে জনসাধারণের ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহনে আসা-যাওয়ার ক্ষেত্রে দ্বিগুণ অনেক জায়গায় তিনগুণ ভাড়া বেশি গুণ তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির স্বীকার হয়েছে ঈদে ঢাকা ছেড়ে গ্রামে যাওয়া এবং ঈদের পর গ্রাম থেকে ঢাকায় ফেরত আসা মানুষকে। আবার, দূরপাল্লার বাসের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছে। কোন কাজকর্ম না থাকায় অনেকেই অর্থাভাবে আছেন।দুঃখ,কষ্টকে সঙ্গী করেই তাদেরকে জীবন-যাপন করতে হচ্ছে এমনকি তারা ঈদের দিনে ও বাস চালুর জন্য মানববন্ধন করেছে। সার্বিক দিক বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চলাচল চালু করা হোক। এক্ষেত্রে বাস মালিকদেরও স্বাস্থ্যবিধি মানার দিকটি নিশ্চিত করতে হবে। প্রতি যাত্রার শুরু এবং শেষে জীবাণুনাশক দিয়ে বাসে স্প্রে করতে হবে। যাত্রী উঠানো-নামানোর সময় শরীরের তাপমাত্রা পরীক্ষা করা,হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা এবং মাস্কের শতভাগ ব্যবহার নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে কোনভাবেই যেন স্বাস্থ্যবিধি উপেক্ষিত না হয়।
ফজলে রাব্বি, শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ,
ঢাকা কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় : মানব চেতনার কবি
পরবর্তী নিবন্ধদিন শেষে