দিন শেষে

মিতা দাশ | সোমবার , ২৪ মে, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

প্রতিনিয়ত ব্যস্ততার ভীড়ে, পরিবারে সবার মাঝে থেকেও অথবা, কত উৎসব অনুষ্ঠান পালন করেও দিনশেষে আমরা সবাই মানিয়ে নেই, মানিয়ে চলি। আসলে আমরা সবাই বড় একা। ত্রিশ, চল্লিশ বছর একসাথে থেকেও আমরা একে অপরকে চিনতে পারি না, বিভিন্ন বিষয়ে আমাদের মতের অমিল থেকে যায়। আসলে সত্যিটা হলো আমরা মানিয়ে নেয়ার চেষ্টা করি প্রতিদিন। হৃদয়ের রক্তক্ষরণগুলো বাইরে দেখাতে পারি না। সমাজ, সংসার, বন্ধু, আত্মীয় এদের সাথেও আমরা কেবল মানিয়ে চলি। আচ্ছা সম্পর্কগুলো এত ঠুনকো কেন? কেন চাওয়াগুলো একসাথে পাই না? আসলে প্রতিটা মানুষ তার নিজস্ব কিছু পছন্দ, অপছন্দ নিয়ে বড় হয়, কিন্তু জীবনসঙ্গী হওয়া মানুষটার সাথে কোন কোন বিষয়ে মিলে গেলেও বেশ কিছু বিষয়ে অমিল থেকে যায়। আর এই অমিলের কারণগুলো সময়ের সাথে সাথে বড় রকমের না পাওয়া হতাশায় ভোগাতে থাকে। সেই থেকে শুরু হয় ভাঙনের লীলা খেলা। তবু আমরা অনেকেই এই না পাওয়া গুলোকে মানিয়ে চলি, অথবা মানিয়ে নিতে হয় আমাদের। দিন শেষে ক্লান্ত হয়ে ভাবি, আসলেই আমরা বড্ড একা ও নিঃসঙ্গ। তবু আমরা হাসি আর মুখে বলি ভালো আছি।

পূর্ববর্তী নিবন্ধদূরপাল্লার বাস চলাচল চালু করা হোক
পরবর্তী নিবন্ধআমার ছোটবেলার খেলাগুলো