দুস্থদের মাঝে ৩২ রোটারি ক্লাবের ইফতার বিতরণ

| রবিবার , ২৪ এপ্রিল, ২০২২ at ১০:১৬ পূর্বাহ্ণ

‘মানুষের মুখে হাসি ফোটাতে রোটারি মেহমান খানার ক্ষুদ্র প্রচেষ্টা’ এ স্লোগানে নগরীতে দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে চট্টগ্রামের ৩২টি রোটারি ক্লাব। গত শুক্রবার নগরীর জামাল খান এলাকায় ৫০০ শত রোজাদারদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। রোটারিয়ান হাসনাত চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। প্রধান অতিথি রোটারিয়ানদের মহৎ কাযূক্রমের ভুয়সী প্রশংসা করেন। তিনি দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি চৌধুরী ফরিদ মানব কল্যাণে রোটারিয়ানদের আরো এগিয়ে আসার আহবান জানান। ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রুহেলা খান চৌধুরী সকল রোটারিয়ান কে সমাজ উন্নয়নে অবদান রাখার আহবান জানান।

এতে বক্তব্য রাখেন রোটারিয়ান ডা. মঈনুল ইসলাম মাহমুদ, রোটারিয়ান ডা. ইমরান বিন ইউনুস, রোটরিয়ান মো. শাহজাহান, রোটরিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটরিয়ান ডা. এম এ করিম, রোটরিয়ান মো. ওমর আলী ফয়সল, রোটরিয়ান এমদাদুল আজিজ চৌধুরী, রোটরিয়ান সুদিপ কুমার চন্দ্র, রোটারিয়ান আব্দুর রাজ্জাক, রোটরিয়ান মিনহাজ উদ্দীন মাহিয়ান, রোটরিয়ান মো. জাবেদ, রোটারিয়ান মো. আবদুল হাকিম, রোটরিয়ান মো. জয়নাল হক বাপ্পু, রোটারিয়ান এস এস আজিজ, রোটারিয়ান সুদীপ, রোটারিয়ান বাবু ভৌমিক, রোটারিয়ান তৌসিফ রেজা, রোটরিয়ান শাহাদাত হোসেন, রোটরিয়ান শিমুল বড়ুয়া, রোটারিয়ান জিয়াউদ্দিন হায়দার, রোটারিয়ান মো. সালাউদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবই নিঃসঙ্গ মুহূর্তে উত্তম অন্তরঙ্গ সঙ্গী
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ার অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত শতাধিক