দুর্ভোগ মুক্ত হচ্ছেন লক্ষাধিক মানুষ

চন্দ্রঘোনা ইউপি সড়ক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৪৯ পূর্বাহ্ণ

 

 

 

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনাকদমতলী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ রাস্তা চন্দ্রঘোনা ইউপি সড়ক। এটি কাপ্তাই সড়কের কাটাখালী থেকে গ্রামের অভ্যন্তরে দোভাষী বাজার সড়কে গিয়ে শেষ হয়েছে। এই সড়ক দিয়ে চন্দ্রঘোনাকদমতলী ও মরিয়মনগর ইউনিয়নের লক্ষাধিক মানুষ চলাচল করেন। স্বাধীনতার পর থেকেই সড়কটির বেহাল অবস্থায় চরম জনদুর্ভোগ পোহাচ্ছিলেন এই অঞ্চলের মানুষ। তবে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হতে চলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে সড়কটির ২.৫২ কিলোমিটার অংশ সংস্কার করা হচ্ছে। এছাড়া সড়কটির হাশেম খালের ওপর ৩৭ মিটার দীর্ঘ একটি পিসি গার্ডার সেতু নির্মাণ করা হচ্ছে। এছাড়া এই সড়কের বিভিন্ন পয়েন্টে ৬টি কালভার্ট নির্মাণ করা হবে। দীর্ঘদিন পর সড়কটি সংস্কার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। চন্দ্রঘোনাকদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর জানান, চন্দ্রঘোনা ইউপি সড়কটি এ অঞ্চলের মানুষের চলাচলের প্রধান মাধ্যম। এই সড়ক দিয়েই স্থানীয়রা চরম দুর্ভোগে যাতায়াত করে আসছিলো। এটি সংস্কারের দাবি ছিলো দীর্ঘদিনের। অবশেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে এলজিইডি’র মাধ্যমে সড়ক ও সেতুটির কাজ শেষ হতে চলেছে। এতে দুর্ভোগ মুক্ত হতে যাচ্ছেন দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ। উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, চন্দ্রঘোনা ইউপি সড়কের কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে সড়কের হাশেমখাল সেতুটিরও নির্মাণ কাজ শেষ পর্যায়ে। আগামী মাসেই সড়ক ও সেতু দিয়ে মানুষ নির্ভিগ্নে যাতায়াত করতে পারবেন। এতে দীর্ঘ ভোগান্তিমুক্ত হবেন স্থানীয় লক্ষাধিক মানুষ।

পূর্ববর্তী নিবন্ধসামনে নির্বাচন : হিসেব নিকেশের পালা
পরবর্তী নিবন্ধচাট্‌গাঁইয়্যা নওজোয়ানের বার্ষিক সাধারণ সভা