ধর্মীয় বা নৈতিক শিক্ষার অভাবে অব্যাহত ভাবেই দুর্নীতির প্রসার ঘটছে। প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মপ্রচারক রেভ ফ্যাঙ্ক বুকম্যান বলেছিলেন, ‘পৃথিবীতে সবার প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সম্পদ রয়েছে বটে কিন্তু সবার লোভ মেটানোর জন্য তা যথেষ্ট নয়। দুর্নীতির মূলে রয়েছে বিষয় তৃষ্ণার মত মানবিক দুর্বলতা, লোভ, ন্যায় অন্যায় যে কেনো পন্থায় লাভবান হওয়ার সহজাত মানসিকতা, দুর্নীতি কোনো রোগ নয়, রোগের উপসর্গমাত্র। রোগ হল মানসিক বিচ্যুতি অদম্য লোভ। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান বলেন, প্রথমে আমরা লাভ দিয়ে শুরু করি, পরে অভ্যাসে পরিণত হলে ও-কার যোগ হয়ে লোভ হয়। লোভ হওয়ার পরে নেশায় মত্ত হয়ে যায়। এই নেশা থেকে আর কখনো মুক্ত হওয়া যায় না। আসুন আমরা সবাই দুর্নীতিকে না বলি এবং প্রতিটি পাড়ায়, মহল্লায় দুর্নীতিমুক্ত সমাজ গড়ি।