নৃশংসতা আর কত?

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

আমাদের দেশ দিন দিন বর্বতায় ছেঁয়ে যাচ্ছে। জাহেলি যুগ কেও হার মানাবে ক’দিন পরে। আমাদের এই সোনার বাংলায় দিন -দুপুরে মানুষকে কুপিয়ে খুন করা হচ্ছে। খুন এখন আমাদের দেশে ‘মাছে ভাতে বাঙালির’ মত হতে চলছে। এমন কোন দিন নেই যে, খুন হচ্ছে না। প্রতিদিন পত্রিকার কাগজ খুললেই খুনের খবর দেখতে পাওয়া যায়। প্রতিদিন শত শত মায়ের কলিজা খালি হচ্ছে। এভাবে আর কত! খুন হতে পারে মিথ্যার বিরোধিতার কারণে, কিংবা পারিবারিক কারণে কিংবা রাজনৈতিক কারণে ইত্যাদি ইত্যাদি।একদল অন্য দলকে ভালো চোখে দেখতে না পারায় ক্ষমতার বশবর্তী হয়ে অন্য দলের ভাইকে খুন করছে। যে কারণে হোক না কেন, যাবৎ আমাদের দেশ থেকে খুন নামক শব্দটা উৎখাত না করা হবে, তাবৎ আমাদের দেশে শান্তির গান গাওয়া সম্ভব হবে না। বেশ ক’দিন আগে একজন সৎ যোগ্য মেধাবী অফিসারকে খুন করা হয়েছে। যিনি বিসিএস পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়েছিলেন। এরকম হাজারো মেধাবীকে খুন করা হবে যতদিন না আমাদের দেশ থেকে খুন নামক শব্দটা উৎখাত হবে। এখনই আমাদের সময়ের দাবি, যে কোন মূল্যে বঙ্গবন্ধুর হাতে গড়া আমাদের এই সোনার বাংলাদেশ থেকে খুনকে উৎখাত করতে হবে এবং হত্যাকারীকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আমরা সচেতন নাগরিক হিসেবে আমাদের উচিত হবে খুনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমরা চাই হত্যামুক্ত দেশ। যে দেশে থাকবে না কোন্‌ নিপীড়ন, দাঙ্গামা-হাঙ্গামা। শুধুই মানবতার গান গাবে। সুতরাং আমাদের এই কলুষ থেকে বেরিয়ে আসতে হবে। যাতে আমরা আমাদের সোনার বাংলাকে সোনার মত গড়ে তুলতে পারি এবং সুশীল সমাজ হিসেবে স্বীকৃতি দিতে পারি। তবেই জয় হবে দেশের, জয় হবে মানবতার।
মো.আল-আমিন , বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধআবুল হাসান : নিঃসঙ্গতার শিল্পী
পরবর্তী নিবন্ধদুর্নীতিমুক্ত সমাজ গড়ি