দুর্ঘটনা এড়াতে সড়কের চারদিকেই হচ্ছে ব্যারিয়ার

কদমতলী রেলক্রসিং

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ৬:০৭ পূর্বাহ্ণ

রেলওয়ে পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোর মধ্যে একটি কদমতলী রেলক্রসিং। কদতমলী স্টেশন হতে প্রতিদিন ভোর ৭টা থেকে রাত ১২ টা পর্যন্ত অসংখ্য ট্রেন আসা-যাওয়া করে। এই ক্রসিংয়ের উভয় পাশের ডাবল লাইন সড়কের প্রবেশ মুখে এতোদিন শুধুমাত্র দুদিকে ব্যারিয়ার ছিল। আর দুই পাশ ছিল খোলা। ট্রেন চলাচলের সময় উভয় দিকে দুই পাশের সড়কের মুখে ব্যারিয়ার ফেলে বন্ধ করে দেয়া হলেও উল্টো দিক থেকে গাড়ি ঢুকে যেত। ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে। গত মাসেও কদমতলীতে এমন একটি দুর্ঘটনায় সিএনজি ট্যাক্সি উল্টে যাত্রীরা আহত হয়েছেন।
রেল কর্তৃপক্ষ এই গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে দুর্ঘটনা এড়াতে এবার উল্টো দিক থেকেও যাতে কোনো গাড়ি প্রবেশ করতে না পারে সেজন্য নতুন করে ব্যারিয়ার দিচ্ছে। গতকাল থেকে কাজও শুরু হয়েছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতর কুমার চৌধুরী আজাদীকে জানান, কোনো ধরনের গাড়ি যাতে ক্রসিং এলাকায় ঢুকতে না পারে সেজন্য উভয় পাশের চারদিকেই ব্যারিয়ার দেয়া হচ্ছে। আপাতত কদমতলী ক্রসিংয়ে দেয়া হচ্ছে। পরবর্তীতে অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতেও দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ছাড়াল ১৪ শতাংশ
পরবর্তী নিবন্ধশিক্ষক চারজন করোনা আক্রান্ত তিনজন