দুরবস্থায় কর্নেল হাট বিপণি প্রতিকার চাই

| বুধবার , ২৪ জানুয়ারি, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

কাট্টলী কর্নেল হাট বাজার তার পুরানো সুকীর্তি হারাতে বসছে, অব্যবস্থার কারণে। চসিক বহুতল ভবন নির্মাণ করলেও সুদক্ষ পরিচালনার অভাবে সবই যেন নড়বড়ে। হেলদি স্বাস্থ্যকর দিকটা সম্পূর্ণভাবে অনুপস্থিত। অথচ বিক্রয় হয় সব খাদ্য পণ্য। যা হতাশ করে সুস্থ মস্তিষ্কের ভোক্তাদের। নানা পণ্যের সমাহারে বৃহৎ জনগোষ্ঠীর উপস্থিত হয় কর্নেলহাট বহুতল বিপণি কেন্দ্রে। অথচ সম্মুখস্থানে নেই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা। মালামাল উঠানামা পরিপূর্ণ ব্যবস্থাহীন হয়ে পড়েছে ইজাদারের অধিক টাকা আয়ের লালসায়। পুরো জায়গাটি ফলমূলের বিক্রেতাদের দখলে। টয়লেট ও প্রসাবখানায় পরিচ্ছন্নতাহীন ইউরিনের দুর্গন্ধে বিপাকে পড়ে ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণ। সিঁড়ি দিয়ে উঠানামা ভয়ঙ্কর। চসিকের কোনও পরিচ্ছন্ন কর্মী বাজারের কাছে আসে না। বাজার কমিটি বার বার যথাযথ কর্তৃপক্ষকে নক করেও সদুত্তর মিলে না। দেখার কেউ নেই।

তাই দুরবস্থা সমূহ দূরীকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আকুল আবেদন করছি।

সাহাদাত হোসাইন সাহেদ

উত্তর কাট্টলী,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধওহীদুল আলম : মানবতাবাদী চেতনার কবি
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো আবু মুসা চৌধুরী : দাবি রাষ্ট্রীয় খেতাবের