দুমাস পর কোভিড শনাক্ত নেই চট্টগ্রামে

| শুক্রবার , ১৯ আগস্ট, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

দুই মাসের বেশি সময় পর চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। খবর বিডিনিউজের।
এর আগে ২৯ মে পর্যন্ত আগের দুই মাস জেলায় কোভিড রোগী শনাক্ত হয়নি। ৩০ মে দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ৩ জুন পর্যন্ত প্রতিদিনই কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। মাঝে আবারও ৪ থেকে ১১ জুন পর্যন্ত রোগী শনাক্ত হয়নি। কিন্তু এরপর থেকে শনাক্তের হার ফের বাড়তে থাকে। জুলাই মাসের মাঝামাঝি জেলায় শনাক্তের হার ২০ শতাংশ ছাড়িয়ে যায়। ওই মাসে কোভিড-১৯ আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুও হয়। মধ্য জুলাই থেকে শনাক্তের হার আবারও কমতে থাকে।
২০২০ সালের মার্চে মহামারীর শুরু থেকে জেলায় এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ৬৮৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ৮০৪ জন। শনাক্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৭৩৭ জন এবং বিভিন্ন উপজেলার বাসিন্দা ৬৩০ জন।

পূর্ববর্তী নিবন্ধচোখের ছানির প্রতিকার শুধুই অপারেশন
পরবর্তী নিবন্ধওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক, প্রাণ গেলো সাপে কাটা কিশোরীর