দুনিয়ায় থাকতেই পাপের পরিমাণ কমাতে হবে

শুভ্র শাকের | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১০:২৯ পূর্বাহ্ণ

আল্লাহ্‌-র কাছে তাওবা করলে এবং দুনিয়ায় থাকতে যদি কিছু ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি তবে আখিরাতে শাস্তি হয়তো কিছুটা হলেও কমবে। যদিও লোকলজ্জা আর আত্মসম্মানের ভয়ে খুব কম মানুষই সেটা করতে পারে। তবে চেষ্টা করব ছোট বড় ভুলগুলোর যতটুকু পারি দুনিয়াতে প্রায়শ্চিত্ত করে যাবার। আল্লাহ্‌ যেন ততদিন বাঁচিয়ে রাখেন।

দুনিয়ার জীবনে হয়তো আমার আপনজন অনেক। কিন্তু পরকালে আমি শুধুই আমার। হাশরের দিন আমাকেই করতে হবে সবকিছুর জবাবদিহিতা। প্রতিটা কাজের হিসাব দিতে হবে। সেদিন যদি মিজানের পাল্লা গুণাহের দিকে ভারি হয় কি অবস্থা হবে ভাবুনতো? তখন প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর সুপারিশ না পেলে হয়তো জাহান্নামই হবে শেষ ঠিকানা যা কখনোই কাম্য নয়।

তাই লোকলজ্জার ভয় এড়িয়ে, মহান আল্লাহ্‌-র ক্ষমা প্রার্থনা করে ভুলগুলো শোধরানোর চেষ্টা করে যেতে হবে। আল্লাহ্‌ মহান। আমরা যদি তাঁর মনের মতো করে তাঁর কাছে চাইতে পারি তবে তিনি মাফ করে দিবেন ইনশাল্লাহ্‌। তাই মোনাজাতে সবাই সবার জন্য দোয়া করব। একমাত্র তিনিই রহমতের সুশীতল ছায়ায় স্থান দিতে পারেন আমাদের।

পূর্ববর্তী নিবন্ধসব কিছুতেই ফরমালিন
পরবর্তী নিবন্ধশৈশবের শিক্ষা