দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে খাদ্য

আজাদী প্রতিবেদন | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অপরাধে নগরে দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর দৈনিক আজাদীকে বলেন, অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে কারখানায় খাদ্যপণ্য প্রস্তুত, খোলা ও মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা, কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় হালিশহর গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত এবং বিক্রির জন্য বাসী খাবার সংরক্ষণ করায় অলংকার মোড়ের আয়োজন রেস্তোঁরাকে এক লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফের শ্রমবাজারে হাজারো রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধসুপ্রিম কোর্টে ইমরানের ভাগ্য নির্ধারণ ফের পেছাল