টেকনাফের শ্রমবাজারে হাজারো রোহিঙ্গা

দুদিনে আটক ৯৯

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ৬ এপ্রিল, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

টেকনাফের শ্রমবাজার দখল করে নিয়েছে রোহিঙ্গারা। টমটম চালানো, চায়ের দোকানের কাজ, বিভিন্ন প্রতিষ্ঠানে দিনমজুর হিসেবে কাজ করছে ক্যাম্পে আশ্রয় নেওয়া হাজারো রোহিঙ্গা। ক্যাম্পের বাইরে না যাওয়ার নিষেধাজ্ঞা থাকার পরও তারা টেকনাফ শহরে কাজ করছে। এমন খবর পেয়ে অভিযান শুরু করে টেকনাফ থানা পুলিশ। গত মঙ্গলবার টেকনাফ পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় ৫০ জন রোহিঙ্গাকে। এর আগের দিন সোমবারও অভিযান চালিয়ে ৪৯ জন রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে পাঠিয়ে দেয় পুলিশ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আশ্রয় নেয়া রোহিঙ্গারা ক্যাম্প থেকে টেকনাফের বিভিন্ন স্থানে এসে দিনমজুর হিসেবে কাজ করছে। কেউ কেউ টমটম চালাচ্ছে। অবৈধভাবে কাজ করায় স্থানীয়দের শ্রমবাজার এরা অনেকটা দখল করে রেখেছে। এদের বিরুদ্ধে অভিযান চলছে। বিভিন্ন সময়ে আটক শতাধিক রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনব্য জেএমবির তিন সদস্যের বিরুদ্ধে চার্জগঠন
পরবর্তী নিবন্ধদুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা