দুইটি নদী

ময়ুখ চৌধুরী | শুক্রবার , ২৯ জুলাই, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

প্রথম নদী দুঃখ দিয়েছিল
শেষের নদী পেয়েছে নিম-দুঃখ।
প্রথম নদীর দুঃখ ছিল গভীর
শেষের নদীর কষ্ট খুবই সূক্ষ্ম।

প্রথম নদী শেষ নদীতে এসে
দেখলো না ঠিক কাউকে ভালোবেসে।

দুই নদীতেই স্নান করেছি আমি
তবুও শুষ্ক ঠোঁটে প্রবল তৃষ্ণা।
দুই তরঙ্গে প্রশ্নবোধক দৃষ্টি,
হে মেঘ, আমার পথ ভিজিয়ে দিস না।

দুইটি নদীর মধ্যে আমি আজও,
হে পেণ্ডুলাম, চিৎকার করে বাজে।

পূর্ববর্তী নিবন্ধযথাযথ পরিচর্যায় শিশুদের গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধএমনটা হতেই পারে