দিপংকর দাশ

শোকের মহাকাল

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আগস্ট হলো আঁধার ঘেরা
অমাবস্যা রাত
বাংলাদেশে কোমল বুকে
কঠিন বজ্রপাত
আগস্ট হলো শত্রুসেনার
বিষ মাখানো তীর
ধানমন্ডির বত্রিশে ঠিক
বুলেট গুলির ভিড়
আগস্ট হলো চাঁদ সূর্যের
অকাল অস্ত ঘাত
নিভু নিভু মোম না জ্বলা
না আসা প্রভাত
আগস্ট হলো স্বাধীন হয়েও
পরাধীন এক কাল
দুঃসহ যন্ত্রণায় ভাঙ্গা
বটবৃক্ষের ডাল
আগস্ট হলো পিতার বুকের-
রক্তে ভূমি লাল
কলঙ্কিত আগস্ট মানেই
শোকের মহাকাল।

পূর্ববর্তী নিবন্ধসোমা মুৎসুদ্দী
পরবর্তী নিবন্ধনূরনাহার নিপা