দিনের বেলার বর্জ্যের গাড়ি চলাচল বন্ধ রাখা হোক

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার সব বর্জ্য রাত থেকে ভোরের মধ্যে অপসারণের কথা আমরা জানি। একই সাথে ঢাকনাসহ ট্রাক বা ভ্যান দিয়ে বর্জ্য সংগ্রহ ও পরিবহন ব্যবস্থার কথা থাকলেও ব্যস্ততম স্কুল বা অফিসের সময়ে ঢাকনাবিহীন বর্জ্য অপসারণের গাড়িতে বেশিরভাগ এলাকায় দিনের বেলা বর্জ্য অপসারণের কাজ চলছে। প্রতিদিন সকাল আট ঘটিকার পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও অফিসগামী মানুষ জন বাসা থেকে বের হয়। বের হয়েই চোখে পড়ে ময়লা অপসারণের দৃশ্য। যেখানে ভোরের স্নিগ্ধ হাওয়া পাওয়ার কথা সেখানে পথচারীদের দুর্গন্ধ থেকে বাঁচতে নাকে রুমাল চেপে চলাচল করতে হয়। নগরীর দুই নং গেইট এলাকায় জ্যামের মাঝে ময়লার গাড়ি খুব অস্বস্তি লাগে ছুটে চলা মানুষদের। ইতিপূর্বে নগরীতে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ রয়েছে। ময়লার গাড়ির বেপরোয়া চলাচল, খোলা ময়লা পরিবহনের জন্য রাস্তায় দুর্গন্ধের পাশাপাশি ময়লা পানি পলিথিন ধুলোবালি ট্রাক থেকে পড়তে পড়তে যায়। এতে পথচারীদের বেহাল দশায় পড়তে হয়। এমতাবস্থায় যথাযথ ব্যবস্তা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. খালেদ সাইফুল্লাহ

বহদ্দারহাট, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধআব্দুল মতিন : ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক
পরবর্তী নিবন্ধমানবিক বন্ধুই প্রকৃত বন্ধু