দায়িত্ব নেয়ার দেড় ঘণ্টার মাথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ

| শনিবার , ২১ নভেম্বর, ২০২০ at ৭:৫৩ পূর্বাহ্ণ

তিন দফায় নির্বাচন শেষে গত ১০ নভেম্বর বিহার রাজ্যের বিধানসভার ফলে জয় পেয়ে সরকার গড়ে বিজেপি-জেডি (ইউ) জোট। কিন্তু দায়িত্ব নেয়ার দেড় ঘণ্টার মাথায় পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী মেওয়ালাল চৌধুরী। কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার ও ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিহারের রাজধানী পটনায় মু্‌খ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করে ইস্তফা দেন দুর্নীতি মামলায় অভিযুক্ত মেওয়ালাল। বিহারের জামুই জেলার তারাপুর আসন থেকে দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) থেকে বিধায়ক নির্বাচিত মেওয়ালাল শপথ নেয়ার পর থেকেই বিরোধী দলগুলো সরব হয়েছিল। সোমবার শপথ নেয়ার পর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিহারের শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মেওয়ালাল। এর দেড় ঘণ্টার মাথায় পদত্যাগ করথে তার পদত্যাগপত্র গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। মেওয়ালাল ২০০৫-১০ ভাগলপুরের বিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে। ওই সময় মেওয়ালালের স্ত্রী নীতা তারাপুরের জেডি (ইউ) বিধায়ক ছিলেন। ২০১৫ সালে জেডি (ইউ) এর মনোনয়ন নিয়ে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন মেওয়ালাল।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ বিপাকে সহস্রাধিক মানুষ
পরবর্তী নিবন্ধরেমডেসিভির ব্যবহার বন্ধের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার