দায়িত্ব নিলেন জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

| মঙ্গলবার , ৫ অক্টোবর, ২০২১ at ৫:৪৩ পূর্বাহ্ণ

ফুমিও কিশিদা আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি পদত্যাগকারী প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হয়েছেন। সুগা এক বছর দায়িত্ব পালন করেই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। গত সপ্তাহে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পাটির্র নেতৃত্বের দৌড়ে জয়ী হন কিশিদা (৬৪)। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সোমবার কোনো বাধা ছাড়াই তার প্রধানমন্ত্রী হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এখন প্রধানমন্ত্রী হিসেবে মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার মতো কঠিন সব ইস্যু সামাল দিতে হবে কিশিদাকে। এর পাশাপাশি সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাওয়া তার অন্যতম মিশন হবে বলে জানিয়েছে বিবিসি। জাপানের রাষ্ট্রায়ত্ত সমপ্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই কিশিদা আগামী সপ্তাহে পার্লামেন্ট বিলুপ্ত করবেন জানিয়ে ৩১ অক্টোবর সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধউত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে হটলাইন ফের চালু
পরবর্তী নিবন্ধআইএসের কার্যালয় ধ্বংস করার দাবি তালেবানের