দাগ

মিজান মনির | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৭:০৫ পূর্বাহ্ণ

দাদা’র শরীরে বুলেটের ক্ষত চিহ্ন এখনও ব্যথা
শব্দহীন, কন্ঠহীন আড়ালে কাঁদে,
নরপিশাচ, ঘাতকের বুলেট চোখের সামনে কেড়ে নিল
ফুলশয্যারত পুত্রবধূকে
শ্বাপদের হিংস্র থাবায় ঝরে গেলো ষোড়শী কন্যা শিউলি!
বীরাঙ্গনার বাংলায় কেন শকুনেরা ডানা মেলে?
ত্রিশ লক্ষ শহীদের রক্তে-রঞ্জিত জমিনে কেন অশুভের বীজ?
কেন! নরকীট, হায়েনা-দালালদের হাতে পবিত্র নিশান- প্রশ্ন দাদা’র;
মুছবে না কলঙ্কের তিলক?
নিঃচিহ্ন কি হবে না শরীরের দাগ!

পূর্ববর্তী নিবন্ধরূপকথা
পরবর্তী নিবন্ধজেলে পল্লীর সুখ