জেলে পল্লীর সুখ

বদরুননেসা সাজু | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৭:০৫ পূর্বাহ্ণ

অদূরে কর্ণফুলী – -ছোট বড় জলযান ছুটে যাচ্ছে
কিছু কিছু আছে নোঙরে।
শেষ বিকেলের রোদ জলে
বৃক্ষপত্ররাজিসজীবসোনালী আভায় স্নাত হচ্ছে
জেলেরা নদী ও সাগরে মাছ ধরার প্রস্তুতি নেয়
আমার দেখতে ইচ্ছে করে রাত জেগে মাছ ধরা মুখ
জেলেদের সুখ, ক্লান্ত শ্রান্ত সেসব জলের পুত্র
কখনোবা দুর্যোগে পড়ে দুর্ভোগ পোহাতে হয়
জলদস্যুর কবলে পড়ে নিজের সম্বল বিকিয়ে দেয়
বেঁচে থাকার অবলম্বন মাছ- জাল- বোটএমনকিজীবন!
ইদানীং জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে
আশ্বস্ত হই,ভাবি– জেলেপল্লীর সুখ স্বচ্ছলতা ফিরে আসবে কী?
সকাল বিকাল মাছের বাজারে এত মাছ –
কাদের শ্রমে ঘামে ত্যাগে, কেউ কি ভাবে?
ওরা কী সঠিক মূল্য পায়! নাকি ন্যায্য মূল্যের নামে
শোষিত হয়!

পূর্ববর্তী নিবন্ধদাগ
পরবর্তী নিবন্ধবাউলের রূপময়তা