দরবারে হাশেমীয়ায় মিলাদুন্নবী সেমিনার

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

গোলজার হাশেমী ট্রাস্টের চেয়ারম্যান পীরজাদা অধ্যক্ষ কাযী আবুল বয়ান হাশেমী বলেন, রাসূল (দ.)’র হাজির-নাযির হওয়ার উপর বিশ্বাস স্থাপন ঈমানী পূর্ণতার প্রমাণ। যারা রাসূল (দ.)’র হাজির-নাযির হওয়ার উপর বিশ্বাস করে না, তারা প্রকৃত ঈমানদার নয়। কুরআন ও হাদীসের অসংখ্য স্থানে রাসূল (দ.)’র হাজির-নাযির হওয়ার বর্ণনা রয়েছে। তিনি গতকাল ২৬ অক্টোবর বাদে আসর হতে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল (দ.) গাউছিয়া জিলানী কমিটির উদ্যোগে মিলাদুন্নবী (দ.) ময়দানে ঈদে মিলাদুন্নবী (দ.) শীর্ষক সেমিনারের দশম দিবসে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এতে আলোচক ছিলেন, গাজী মাওলানা শফিউল আলম নিজামী, মাওলানা আহমদ হোসাইন আলকাদেরী, আল্লামা বাকী বিল্লাহ আল আজহারী, আল্লামা মাওলানা হাসানুর রহমান হুসাইনী নঙবন্দী, মাওলানা ফরিদুল আলম জামী আল মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ মোসলেহ উদ্দিন, শাহজাদা কাযী মাওলানা মুহাম্মদ আবুল এহছান হাশেমী, শাহজাদা মাওলানা কাযী মুহাম্মদ বোরহান উদ্দিন হাশেমী, মাওলানা ইদ্রিছ আনছারী আলকাদেরী, মো. তৌহিদুল কাদের, মাওলানা ফরিদুল আলম কাদেরী, মাওলানা ইদ্রিচ আলম কাদেরী, মাওলানা মুফিজ উদ্দিন কাদেরী, কাজী মাওলানা মোরশেদ কাদেরী, মাওলানা জামাল উদ্দিন কাদেরী, মাওলানা আইয়ুব আলী নূরী। সেমিনারের দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন সৈয়দ মাওলানা সালাউদ্দিন তায়ফুর কাদেরী। মাহফিল শেষে বিশেষ মোনাজত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে লাখো ভক্তের সমাগম
পরবর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ২