দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দিচ্ছে সৌদি সরকার

| মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

নির্দিষ্ট কয়েকটি পেশায় বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি রাজকীয় ডিক্রি জারির পরিপ্রেক্ষিতে এ ঘোষণা এল। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনে সহায়ক হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিন সালমানের ভিশন ২০৩০ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি এবং তেলের ওপর সৌদি আরবের অর্থনীতির নির্ভরতা কমানোর জন্য একটি সংস্কার পরিকল্পনা।
খবরে বলা হয়েছে, আইন, চিকিৎসা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া ও প্রযুক্তির মতো বিশেষায়িত পেশায় মেধাবী ও চৌকস বিদেশিদেরকে সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে। পেশাদারদের জন্য একটি আকর্ষণীয় শীর্ষ স্তরের ব্যবসায়িক পরিবেশ তৈরি করা এর লক্ষ্য।
সৌদি আরবে বিদেশিদের জন্য সাধারণত নবায়নযোগ্য ভিসায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাপ্রাণ মহীয়সী নেলী সেনগুপ্তা-২
পরবর্তী নিবন্ধবিশ্ববাজারে কমেছে ডলারের দাম