দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভা

| সোমবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

দক্ষিণ জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের অলোচনা সভা রহমতগঞ্জস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অরূপ রতন চক্রবর্তী। ইঞ্জিনিয়ার ভবশংকর ধরের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পরিষদের সহসভাপতি অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর, জিতেন কান্তি গুহ, পরিমল দেব, ডা. কাজল কান্তি বৈদ্য, সজল চৌধুরী, সন্তোষ দাশগুপ্ত, খোকন ধর। বক্তব্য রাখেন তাপস কুমার দে, পুলক চৌধুরী, দেবব্রত পাল দেবু, রাতুল দাশগুপ্ত, বিবেক চৌধুরী, অধ্যাপক রুপন নাথ, লিটন মিত্র, মধুসূদন দত্ত, মাধাই চন্দ্র নাথ, তাপস দে, দেবাশীষ ধর বাপন, অজিত বিশ্বাস, পলাশ দাশ, শিব প্রসাদ ধর, অচ্যুত শীল রনি, নিমাই সিংহ। সভায় দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিদায় হারুন ভাই
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কলেজিয়েট ৮৫ ট্রাস্টের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ