থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি সর্বোচ্চ আদালতের

| বৃহস্পতিবার , ২৫ আগস্ট, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

মেয়াদের সময়সীমা নিয়ে হওয়া একটি মামলা বিবেচনাধীন থাকা অবস্থায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে দাপ্তরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা প্রায়ুথ মেয়াদ শেষ হওয়ার পরও ক্ষমতায় আছেন-এমন অভিযোগ এনে মামলা করে থাইল্যান্ডের বিরোধীদলগুলো। খবর বিডিনিউজের।
থাইল্যান্ডের সংবিধানে প্রধানমন্ত্রী সর্বোচ্চ ৮ বছর দায়িত্বে থাকতে পারবেন, এমন বিধিবিধান রয়েছে। সেই হিসাবে প্রায়ুথের মেয়াদ শেষ হচ্ছে জানিয়ে বিরোধীরা সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়। বিরোধীদের এই আবেদন বিবেচনায় নিয়ে গতকাল বুধবার আদালত ওই সিদ্ধান্ত দেয়।
২০১৪ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন প্রায়ুথ। ২০১৯ সালে সামরিক সরকারের অধীনে একটি নির্বাচনের পর তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান। তাকে পাকাপাকিভাবে অব্যাহতি দেওয়া হবে কিনা, সে বিষয়ক চূড়ান্ত রায় না দেওয়া হলেও মামলাটি বিবেচনাধীন থাকা অবস্থায় প্রায়ুথ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত।
গত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান বিরোধিতার মুখে পড়া প্রায়ুথ (৭৭) গত মাসেই তার বিরুদ্ধে আনা একটি অনাস্থা ভোটে উৎরে গিয়েছিলেন। গতকাল আদালতের সিদ্ধান্তের আগে বিক্ষোভকারীরা রাজধানী ব্যাংককে পার্লামেন্ট ভবনের বাইরে জড়ো হয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিল।
প্রায়ুথকে অব্যাহতি দেওয়ায় আইন অনুযায়ী এখন উপ-প্রধানমন্ত্রী প্রায়ুইত ওংসুয়ানকেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধমেট্রোপলিটন লায়ন্স ক্লাবের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধপর্যটনের প্রসারে মানসিকতার পরিবর্তন দরকার