তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে বঙ্গবাজারের ব্যবসায়ীদের ২২ লাখ টাকা

| সোমবার , ১০ এপ্রিল, ২০২৩ at ৫:৩৮ পূর্বাহ্ণ

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২২ লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষরা। গতকাল রোববার গুলিস্তানের নগর ভবনে তাদের ‘গুরুমা’ (সর্দার) ঢাকায় সিটি করপোরেশনের প্রতিনিধির উপস্থিতিতে দোকান মালিক সভাপতি হেলাল উদ্দিনের কাছে এই অর্থ তুলে দেন। দেশে ছড়িয়েছিটিয়ে থাকা সদস্যরা এই টাকা দিয়েছেন জানিয়ে ‘গুরুমা’ বিউটি বলেন, ‘আমরা সবাই মিলে এই টাকা দিছি। এখানে কেউ ১০০, ৫০, ২০০ টাকাও দিছে। আরও কয়েকজন দিবে বলেছে। এরমধ্যে আমার এক শিষ্য এক লাখ টাকা দিতে চেয়েছে।’ খবর বিডিনিউজের।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘মানবতার বিজয় হয়েছে। আমাদের ট্রান্সজেন্ডার বোনদের পক্ষ থেকে ২২ লাখ ৬ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডাররা মনে করছেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে পারলে তারাও টিকে থাকতে পারবেন।’

পূর্ববর্তী নিবন্ধঢংখালে সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে হচ্ছে স্থায়ী ব্রিজ
পরবর্তী নিবন্ধএবার ঈদে মহাসড়কে মোটরসাইকেলে মানা নেই