তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি

৪০নং ওয়ার্ড আ.লীগ গ ইউনিটের সম্মেলনে চৌধুরী হাসনী

| শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২২ পূর্বাহ্ণ

উত্তর পতেঙ্গা ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের গ ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকেলে কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। উদ্বোধক ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর আবদুল বারেক কোম্পানি। ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ গ শাখার সভাপতি জাফর আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেকান্দর আজমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী কামরুল হাসান ভুলু। প্রধান বক্তা ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ।
সম্মেলনে প্রধান অতিথি চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি। তারা অভিমানী হয়, কিন্তু বেঈমান হয় না। দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, তবে কোনো প্রতিহিংসা থাকবে না। এ দলে সুযোগ সন্ধানীদের কোনো স্থান নেই। যারা দলের জন্য নিবেদিত তারাই পদ পদবিতে স্থান পাবেন। কোনো মাদকাসক্ত, মাদক ব্যবসায়ীর স্থান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে হবে না। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটাগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোজাহের আলম ৯৬ ভোট পেয়ে গ ইউনিটের সভাপতি এবং এম এ সালাম ১০১ পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ২ নম্বর সড়কের সংস্কার দাবিতে মানববন্ধন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গানে আলোচনায় পঞ্চকবিকে স্মরণ