চবি ২ নম্বর সড়কের সংস্কার দাবিতে মানববন্ধন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

হাটহাজারীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর সড়কটি সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও চলাচলকারীরা। গতকাল শুক্রবার অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সরোয়ার, ফতেপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেইট সোসাইটির সভাপতি মোজাহের আহমেদ, ছাত্রলীগ নেতা রকিবুল হাসান বাবু, কামাল উদ্দিন, আসিকুল ইসলাম প্রমুখ।
এতে বক্তারা বলেন, দীর্ঘদিন সংস্কার, মেরামত ও উন্নয়নের অভাবে জনচলাচল অযোগ্য হয়ে পড়েছে হাটহাজারীর চবি ২ নম্বর সড়কটি। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বক্তারা বলেন, চবির এই সড়কটি জনচলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে চবি শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারী, ক্যাম্পাস এলাকায় বসবাসকারী, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্ব শান্তি প্যাগোডায় যাতায়াতকারী পুণ্যার্থী, জোবরা গ্রামের লোকজন, জোবরা পিপি উচ্চ বিদ্যালয় ও কলেজ, জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেভাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দ গুনালংকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোবরা পশ্চিম পট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থানীয় কয়েকটি মাদ্রাসা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ উচ্চ বিদ্যালয়সহ আরও অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলের একমাত্র পথ এটি। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন সংস্কার, মেরামত ও উন্নয়নের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। সন্তান সম্ভবা ও অসুস্থ রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা প্রায় দুষ্কর হয়ে উঠেছে। শুষ্ক মৌসুমে এই সড়ক দিয়ে কোনোরকমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে চলাচল করা প্রায় অসাধ্য। এলাকাবাসীর পক্ষে একাধিকবার সড়কটি সংস্কার, মেরামত ও উন্নয়নের কথা দায়িত্বশীল প্রশাসন ও জনপ্রতিনিধিদের বলা হলেও কাজের কাজ কিছু হয়নি। এমতাবস্থায় সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় পাকিস্তানের ক্ষতি ৩০ বিলিয়ন ডলারের বেশি, সাহায্যের আবেদন
পরবর্তী নিবন্ধতৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণশক্তি