তীব্র গরমে নেমে গেছে লেয়ার,চিড়িয়াখানায় পানি সংকট

| মঙ্গলবার , ২৫ জুলাই, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

তীব্র গরমে পানির লেয়ার নেমে যাওয়ায় চট্টগ্রাম চিড়িয়াখানায় দেখা দিয়েছে পানির সংকট। এতে গত দুইদিন ধরে প্রায় পানিশূন্য প্রাণীদের প্রত্যেকটি খাঁচা। সংকট সমাধানে কাজ শুরু করলেও পরিস্থিতি স্বাভাবিক হতে আরও একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। খবর বাংলানিউজের।

গতকাল সরেজমিন ঘুরে দেখা যায়, পানির জন্য হাঁসফাঁস অবস্থা প্রাণীকুলের। বাঘের খাঁচায় চারটি চৌবাচ্চা থাকলেও মাত্র একটিতে দেওয়া হয়েছে পানি। ফলে তিনটি বাঘ গাদাগাদি করে ওই চৌবাচ্চায় নেমে শরীর ভিজিয়ে নিচ্ছে। সিংহের খাঁচাও প্রায় পানিশূন্য। কুমিরের খাঁচায় গিয়ে দেখা যায় একই দৃশ্য। চিড়িয়াখানার কর্মচারীরা জানান, পানির লেয়ার কমে যাওয়ায় পর থেকে ১০ হাজার লিটার ধারণক্ষমতার একটি রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি ব্যবহার করা হচ্ছে। তা খুবই সামান্য।

চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, পানির লেয়ার পড়ে যাওয়ায় পাম্পে পানি উঠছে না। সংকট সমাধানে কাজ চলছে। আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।

পূর্ববর্তী নিবন্ধসংঘাতের উস্কানি দিলে জনগণকে প্রটেকশন দেব : কাদের
পরবর্তী নিবন্ধ‘রহস্যময়’ উৎস কয়েক দশক ধরে পাঠাচ্ছে বেতার তরঙ্গ