তিয়াস একটি গ্রামের গল্প

| সোমবার , ১২ এপ্রিল, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

সে অনেক দিন আগের কথা। তখন গ্রামে পথিকের সুবিধার্থে কয়েক বাড়ি পর পর একটি করে টিউবওয়েল বসানো হতো। সেখান থেকেই একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের আইডিয়া মাথায় আসে নির্মাতা সুমন রেজার। তারপর নির্মাণ করেন তিয়াস নামে এই ছবিটি। ১৫ মিনিটের এই ছবিটি তেহরান ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও দেশি চলচ্চিত্র উৎসবে পাঠানো হয়েছে।
ছবির কাহিনী একটি গ্রামের। সেই গ্রামের পাশেই একটি বিল। সেই বিলে এক মাঝি সারা দিন নৌকা বেয়ে ক্লান্ত, তৃষ্ণার্ত হয়ে গ্রামে আসে পানির খোঁজে।
গ্রামে বাড়ির বাইরের টিউবওয়েলগুলো সব নষ্ট! মাঝি একটি বাড়িতে পানি চায়। কিন্তু সেই বাড়ির মেয়ের তখন কোনো কারণে মন ভালো ছিল না। পানি না দিয়ে খারাপ আচরণ করে, তাড়িয়ে দেয় মাঝিকে! এরপর থেকে মেয়েটা অপরাধবোধে ভুগতে থাকে।
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে। রোজ সে বিলের ধারে পানি নিয়ে অপেক্ষা করে ওই মাঝির জন্য। ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। এগিয়ে যায় সিনেমা। এমন গল্পে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তিয়াস’ নির্মাণ করেছেন সুমন রেজা। মুখ্য দুই চরিত্রে অভিনয় করেছেন জামশেদ শামীম ও আসপিয়া ওহি।

পূর্ববর্তী নিবন্ধতপন চৌধুরী ও ফরিদা পারভীন করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধসিমলার নতুন যাত্রা