বিলাইছড়ির বড়থলি ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ

রাতের আঁধারে হামলা

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৭:৩৪ পূর্বাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোমং মারমা রাতের আঁধারে দুর্বৃত্তের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাতে ১১টার দিকে ইউপি চেয়ারম্যান তার চাচার বাড়িতে অবস্থানকালে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় তিনি হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বান্দরবানের রুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিলাইছড়ি থানার ওসি মোহাম্মদ আকতার হোসেন জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হবে।

বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, মঙ্গলবার রাতে ১১টার দিকে বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে। এতে তার শরীরের দুই জায়গায় গুলি লেগেছে। তবে আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ সৃষ্টি, পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে শনিবার
পরবর্তী নিবন্ধফেরার পথে তুষার ঝড়ের কবলে পড়েছিলাম