তিন মাস পর গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

সীতাকুণ্ডে গরু ব্যবসায়ী হত্যা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৫১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে গরু ব্যবসায়ী মুমিনুল হক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আজিজুল হক ওরফে ফারুককে (২৩) ঘটনার তিন মাস পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজিজুল সীতাকুণ্ডের হাতিলোটা গ্রামের আবদুল হকের ছেলে।
গতকাল শুক্রবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গরু ব্যবসায়ী মমিনুল হক ও তার ভাই সীতাকুণ্ড থানাধীন মুরাদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবার হোসেন গ্রামের বিভিন্ন খারাপ কাজের বাধা দিতেন। এ নিয়ে দুষ্কৃতিকারীদের সঙ্গে বিরোধ তৈরি হয়। এরই জেরে গত ২৯ জুন মুমিনুল হককে কুপিয়ে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এতে মুমিনুলের ছেলে ও ভাতিজাও আহত হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত পহেলা জুলাই নিহত মুমিনুলের ছেলে আলী হোসেন সবুজ বাদী হয়ে ৮ জনকে এজাহারনামীয় এবং ৯-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধময়লার স্তূপে শ্রমিকের রক্তাক্ত লাশ
পরবর্তী নিবন্ধহেসে খেলে বড় হচ্ছে যমুনা