তরুণদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দক্ষতার সমন্বয় ঘটাতে হবে

এসডিজি ইয়ুথ ফোরামের আলোচনায় বক্তারা

| মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের যুব সমাজ কর্মক্ষম ও সম্ভাবনাময়। তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগিয়ে উৎপাদনমুখী দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে হবে। প্রতিবছর বিপুল পরিমাণ শিক্ষার্থী কর্মক্ষেত্রে যুক্ত হচ্ছে কিন্তু সেই অনুপাতে কর্মক্ষেত্র বাড়ছে না; যা উদ্বেগজনক। প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে দক্ষতার সমন্বয় অতীব জরুরি বলে প্রধান অতিথির বক্তব্যে মত দেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও এসডিজি ইয়ুথ ফোরামের মানসম্পন্ন শিক্ষা কর্মসূচির উপদেষ্টা ড. ডেভ ডোল্যান্ড।
‘মুজিব বর্ষের আহ্বান, সবার জন্য কর্মসংস্থান’ প্রতিপাদ্যে গত রোববার লালখান বাজারস্থ যুব উন্নয়ন অধিদপ্তরের মিলনায়তনে এসডিজি ইয়ুথ ফোরামের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের আলোচনা সভা ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মিনহাজুর রহমান শিহাবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কোতোয়ালী জোনের কর্মকর্তা জাহান উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন আনসার ভিডিপির ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক এ এস এম আজিম উদ্দীন, শিক্ষাবিদ শামসুদ্দীন শিশির, উত্তম কুমার আচার্য, মোহাম্মদ শহীদুল ইসলাম, লায়ন এম এ হোসেন বাদল, শেখ ইমরান হোসেন, চৌধুরী মিফতাউল হক, আফরোজা সুলতানা পূর্ণিমা প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও যাবতীয় অপকর্ম থেকে দূরে রাখতে পারে তাদের উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা। একজন যুবক চাইলে অল্প পুঁজি থেকেই শুরু করতে পারে তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। কোনো কাজকেই ছোট করে না দেখে বরং স্বগর্বে তা চালিয়ে গেলে দিন শেষে সফলতা ধরা দিবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা নিয়ে ৭ নির্দেশনা
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে ওয়ার্ড আ.লীগ নেতা কারাগারে